Terms & Conditions

Terms & Conditions | Mega-SupplyBD

ওয়েবসাইট ব্যবহার করার আগে দয়া করে এই শর্তাবলী ভালোভাবে পড়ুন। এই শর্তাবলী মেনে ব্যবহার করলেই আপনি আমাদের সাইট ব্যবহার করতে পারবেন।


১. সাধারণ শর্তাবলী (General Terms)

Mega-SupplyBD (www.megasupplybd.com) ব্যবহার করে আপনি আমাদের সকল শর্তাবলীর সঙ্গে সম্মত হচ্ছেন।

আমাদের ওয়েবসাইটে প্রবেশ এবং ব্যবহার শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে করা যাবে।

ব্যবহারকারীর কোনো তথ্য ভুল বা অবৈধভাবে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।


২. একাউন্ট এবং লগইন (Account & Login)

ওয়েবসাইটে একাউন্ট তৈরি করতে সঠিক তথ্য প্রদান বাধ্যতামূলক।

একাউন্টের ইউজারনেম, পাসওয়ার্ড অন্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না।

কোনো অননুমোদিত লগইন বা হ্যাকিং চেষ্টা করলে ওয়েবসাইট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে।


৩. অর্ডার এবং পেমেন্ট শর্ত (Orders & Payment)

সব অর্ডার কনফার্মেশন এবং পেমেন্ট অনলাইনে নিরাপদভাবে সম্পন্ন হবে।

অর্ডার কনফার্মেশন পাওয়ার পরই পণ্য প্রক্রিয়াজাত হবে।

যদি কোনো কারণে পেমেন্ট ব্যর্থ হয়, আমরা অর্ডার প্রক্রিয়াজাত করব না।

রিফান্ড বা ক্যানসেলেশন আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী হবে।


৪. প্রোডাক্ট এবং সেবার শর্ত (Products & Services)

Mega-SupplyBD সকল ধরনের পণ্য সরবরাহ করে: পোশাক, ইলেকট্রনিক্স, খেলাধুলা, মোবাইল, হার্ডওয়্যার, গ্যাজেট, বাচ্চাদের খেলনা ইত্যাদি।

পণ্যের ছবি, বিবরণ বা দাম কিছুটা ভিন্ন হতে পারে বাস্তব অবস্থার কারণে।

আমরা সর্বোচ্চ যত্ন সহ প্রোডাক্ট ডেলিভারি নিশ্চিত করি, কিন্তু পরিবহন বা কুরিয়ার কারণে ক্ষতি হলে দায়ভার কুরিয়ারের।


৫. প্রাইভেসি এবং কুকিজ (Privacy & Cookies)

ব্যবহারকারীর তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।

কুকিজ ব্যবহার করে ওয়েবসাইটের কার্যকারিতা বৃদ্ধি করা হয়।

আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষকে বিক্রি করা হবে না।


৬. কন্টেন্ট এবং কপিরাইট (Content & Copyright)

Mega-SupplyBD এর সব লেখা, ছবি, লোগো, ডিজাইন আমাদের কপিরাইটে সুরক্ষিত।

কোনো ধরনের কপি, পুনরায় প্রকাশ বা ব্যবহারের জন্য অনুমতি প্রয়োজন।

ব্যবহারকারী কেবল ব্যক্তিগত ও বৈধ উদ্দেশ্যে কন্টেন্ট ব্যবহার করতে পারবেন।


৭. আইনগত সীমাবদ্ধতা (Legal Limitations)

ওয়েবসাইট ব্যবহার করে যে কোনো আইনি সমস্যা হলে তা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সমাধান হবে।

Mega-SupplyBD কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য দায়ী নয়।


৮. পরিবর্তন (Changes)

Mega-SupplyBD যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখে।

পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হলে তা কার্যকর হবে।


৯. যোগাযোগ (Contact)

যেকোনো অভিযোগ, প্রশ্ন বা সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:

Email: support@megasupplybd.com

Phone: 01728861948

Address: Gulistan, Nobabpur, Dhaka, Bangladesh

© 2026 Mega-SupplyBD. All Rights Reserved.

এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের শর্তাবলী এবং নীতি মেনে চলার জন্য সম্মত হচ্ছেন।